ডিসেম্বরেই চালু হচ্ছে চারটি হল, থাকবে না গণরুম

জাবি
  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ছয়টি আবাসিক হল এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল ১৪ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম সোমবার (১৩ই নভেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভাবনের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন হল চালু হওয়ার ব্যাপারে উপাচার্য বলেন,আমাদের নতুন চারটি হল চালু হলে শিক্ষার্থীর আবাসন সংকট কমে যাবে এবং গনরুম থাকবে না।

নতুন শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম শুরুর ব্যাপারে উপাচার্য আরও বলেন, ‘আগামী মাসের প্রথম সপ্তাহে লোকবল নিয়োগের পর বা এর আগেই আমরা ক্লাস শুরুর চেষ্টা করবো। গত বছর আমরা ৩১ জানুয়ারি ক্লাস শুরু করেছিলাম। সে হিসেবে আমাদের হাতে এখনো আড়াই মাস বা তিন মাস আছে। হল চালু হলে এর মধ্যেই বা অন্য কোন পদ্ধতি অবলম্বন করে যত দ্রুত সম্ভব ক্লাস শুরুর চেষ্টা করবো।’

নতুন চালু হওয়া দুটি হলের গ্যাস সংযোগে প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপ চাওয়া হবে কি না সাংবকদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ইতোমধ্যেই আমরা বিশেষভাবে চেষ্টা চালাচ্ছি। আশা করছি এ ব্যাপারে আমরা সফল হবো।

গত ১১ই আগস্ট নবনির্মিত ছয়টি হলের নামকরণ করা হয়। মেয়েদের তিনটি হল ১৭, ১৮ ও ১৯ নং হলের নাম যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল ও বীর প্রতীক তারামন বিবি হল। এবং ছেলেদের তিনটি হল ২০, ২১ ও ২২ নং হল যথাক্রমে শহীদ তাজউদ্দীন হল, শেখ রাসেল হল ও  কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে ২০১৮ সালের ২৩ অক্টোবর একনেকে ১ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৩টি স্থাপনা তৈরি হবে। ইতোমধ্যে ছয়টি আবাসিক হলের নিমার্ণ কাজ শেষ হয়েছে। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ