লন্ডনে জাবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন জুয়াকের অভিষেক অনুষ্ঠান

লন্ডন
অনুষ্ঠানের একাংশ  © সংগৃৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইন দ্যা ইউকে (জুয়াক)- এর নবনির্বাচিত কমিটি গঠন উপলক্ষে অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে৷ 

রবিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় রাত আটটায় এই অভিষেক অনুষ্ঠান আয়োজিত হয়৷ এতে লন্ডনে অবস্থানরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পদচারণায় একটি হলরুম মিনি জাহাঙ্গীরনগরে পরিণত হয়। 

জুয়াকের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান সার্বিকভাবে তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব পারভেজ মল্লিক ও মাহবুবা জেবিন।

আয়োজনের প্রথম পর্বের শুরুতে সভাপতি শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলীম আল রাজীসহ নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আব্দুর রহমান মিঠু ।

এরপর একে একে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ড. সাবের শাহ, ইজলাল সিদ্দিকি সোহেল, সৈয়দ শাহিন আহমেদ, জহিরুল ইসলাম, রানা ইসলাম, আহসান উল্লাহ্‌, রাকিব উদ্দিন শাহিন, মো. নজরুল ইসলাম, সিনা আকন্দ, নাসিমা সুলতানা চৌধুরী, ওয়াকারুল আমিন রনি, হাবিবে আলম, সিকান্দার আলী সিকো, নুর হাসান মামুন টুটুল, আশরাফুল আলম, মতিউর রহমান মতিন, আনিসুর রহমান, মুকিত শামস জয়, চৌধুরী নিয়াজ মাহমুদ, সাইদউদ্দিন আহমেদ, জুলফিকার আলি ভুটটো, ফারহানা ইয়াসমিন চমন, মোরশেদ ঠাকুর, সৈয়দ ইফতিখার ইফতি, আনিকা হক, ফারহানা করিম একা, নিলিমা আহমেদ, মুশফিকুর রহমান ভূঁইয়া জেম, মো. সায়েম, বুলবুল আহমেদ, মুনতাসির আহমেদ, সজীব ভূঁইয়া, মাহমুদা রাজ্জাক, শফিকুজ্জামান চৌধুরী জাবেদ, রায়হানুর রহমান, মুফাক্কারুল রহমান সৈকত, হুমাইরা সুলতানা মৌরী, ওমর ফারুক জাবেদ, মাহমুদুল হাসান অয়ন, জান্নাতুননেসা চয়ন, সিরাজুস সালেহিন জামিল।      

মূল আয়োজন শেষে ডিনারের পর মাহবুবা জেবিনের পরিচালনায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ সময় সম্মলিত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন জুয়াকের সভাপতি মো. শহিদুল ইসলাম। 


মন্তব্য