ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হল 

বহিরাগত উৎখাতে উপাচার্যের নির্দেশ, অ্যাকশনে হল প্রশাসন

ঢাবি
ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হল (ইনসেটে ঢাবি উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল)  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল ঝুঁকিপূর্ণ হওয়ায় গত তিন শিক্ষাবর্ষ থেকে নবীন শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ দেয়া বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দায়িত্ব পাওয়ার পর পরই এই হলে অবৈধভাবে অবস্থান করা বহিরাগত উৎখাতের নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল।

জানা যায়, গত সোমবার (১৩ নভেম্বর ) রাতে হঠাৎ করে ঝুঁকিপূর্ণ এই হল পরিদর্শনে যান উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। পরিদর্শনের সময় তিনি হলের বারান্দায় প্রায় শতাধিক শিক্ষার্থীর অবস্থান লক্ষ্য করেন। এর পরপরই হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুনকে নির্দেশ দেন সেখানে অবস্থানরত বহিরাগতদের বের করে দেয়া ও বৈধ শিক্ষার্থীদের আসন দেয়ার জন্য। 

উপাচার্যের এই নির্দেশের সাথে সাথেই হল প্রাধ্যক্ষ অধ্যাপক ইকবাল রউফ বারান্দায় অবস্থিত শতাধিক শিক্ষার্থীর মধ্যে প্রায় ২৫ জন অনাবাসিক ও ৯ জন আবাসিক শিক্ষার্থী শনাক্ত করেন। আবাসিক ৯ শিক্ষার্থীকে আসন বরাদ্দ দিয়ে বাকিদের হল থেকে বের করে দেয়া হয়। তবে অনাবাসিক ২৫ শিক্ষার্থীকে আবাসিক প্রক্রিয়া সম্পন্ন শেষে হলে উঠতে বলা হয়।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন বাংলাদেশ মোমেন্টসকে বলেন, উপাচার্য মহোদয় হল পরিদর্শনে আসার পর বারান্দায় থাকা বৈধ শিক্ষার্থীদের আসন দেয়া ও বহিরাগত বের করতে বলেন। সেই সাথে তিনি হলে অবৈধভাবে অবস্থান করা বহিরাগতদের বের করার নির্দেশ দেন। তাঁর নির্দেশে হলের বারান্দা পুরো ফাঁকা করা হয়েছে এবং হলের কক্ষগুলোতেও বহিরাগত বের করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।


মন্তব্য