তরুণ উদ্যোক্তাদের উজ্জীবিত করতে বরিশালে জিপি এক্সিলারেটর "স্মার্ট উদ্যোক্তা শীর্ষক" সেমিনার অনুষ্ঠিত
- ববি প্রতিনিধিঃ-
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১২:২৬ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ১২:২৬ PM

তরুণ উদ্যোক্তাদের উজ্জীবিত করতে গ্রামীণফোন এক্সিলারেটর এর আয়োজনে, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে "স্মার্ট উদ্যোক্তা শীর্ষক" একটি ইনফো সেশনের আয়োজন করা হয়েছে। গত ১৪ নভেম্বর, ২০২৩ ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবনের ৪র্থ তলায় এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ইলেকট্রনিক্স ক্লাব অব ইউজিবি এর আয়োজনে, বরিশাল অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের কাছে গ্রামীণফোন এক্সিলারেটরের প্রোগ্রাম এবং পরবর্তী কার্যক্রম গুলিকে পরিচিত করার লক্ষ্যে "জেলায় জেলায় স্মাট উদ্যোক্তা" শীর্ষক শিরোনামের ইনফো-সেশনের আয়োজন করা হয়। মূলত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদেরকে মাথায় রেখে এই আয়োজনটি ডিজাইন করা হয়েছে। উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে আগ্রহী তরুণদেরকে গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন, নেটওয়ার্কিং এবং ফান্ডিংয়ের ক্ষেত্রে সহযোগীতা ও দিকনির্দেশনা প্রদান করবে রিজিওনাল ডিজাইন বুটক্যাম্প। এই প্রচেষ্টা বাংলাদেশের যুব জনসংখ্যার সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্মার্ট নেশন হওয়ার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এর ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. গোলাম সালেহ আহমেদ ও গ্রামীণফোন এক্সিলারেটরের বরিশাল অঞ্চলের কমিউনিটি বিল্ডার সাফায়েত উল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তরুণ উদ্যোক্তা এবং স্টার্টআপ উদ্যমী সহ ১২০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলো এই ইভেন্টে।