জাবির চট্রগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল- সুজয় 

জাবি
  © টিবিএম ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চট্রগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। 

এতে বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম আবর্তনের মোহাম্মদ মাহমুদুল  হাসানকে সভাপতি ও সুজয় মল্লিক কে সাধারন সম্পাদক করা হয়েছে।  


শুক্রবার  (১৭ নভেম্বর) সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি-সাধারন সম্পাদক সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। 


কমিটিতে সহ সভাপতি পদে রয়েছেন  এস এম জাবেদ মাহমুদ,  ওমর ফারুক জিহান, সমরেশ দাস,  জাহেদুল ইসলাম রাকিব, সাইমুন ইসলাম, ফাইজা শেহরিন রাইয়া, গিয়াস উদ্দিন মুন্না, মিনহাজুল কাইয়ুম। 


কমিটিতে যুগ্ম সাধারন সম্পাদক পদে রয়েছেন শাহরিয়ার নাজিম রিয়াদ, শেখ মাশরারুর উদ্দিন, অদ্রি পাল, তানভীর মাহতাব চৌধুরী, রাহাত তাসনিম রিতু ও মুমতাহিনা হক। 


সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ইমাম হোসেন ইমরান, তানভীরুল হক সাকিব, খাইরুল বাশার, ওয়াহিদুল ইসলাম।


এছাড়াও কমিটির অর্থ বিষয়ক সম্পাদক পদে আবু সাইদ নিপুণ , দপ্তর সম্পাদক পদে ইনতিসিভ আনোয়ার চৌধুরী ইভানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীরা  মনোনীত হয়েছেন।  


মন্তব্য


সর্বশেষ সংবাদ