ঢাবিতে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাবি
  © সংগৃৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং সি লিডস অ্যান্ড সি ইনস্পায়ারস (এসএলএসআই) চ্যাম্পিয়ন টিম বাংলাদেশের যৌথ উদ্যোগে “দুর্যোগের প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী প্রতিক্রিয়া ক্রিয়াকলাপকে সহায়তা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রতিক্রিয়া এবং সরিয়ে নেওয়ার রুট ম্যাপ করা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল ড. এ কে এম আমিনুল হক এবং নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওপেন স্ট্রিট ম্যাপ (ওএসএম) শীর্ষক গবেষণা প্রবন্ধের ফলাফল উপস্থাপন করেন এসএলএসআই চ্যাম্পিয়ন টিমের দলনেতা ঐশিয়া ফাইরুজ ঐশি, সদস্য আজকা তৌহিদা দৈবি, নুসরাত জাহান নীলিমা এবং ফায়জা ওহি। 

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভূমিকম্প, অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগে জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আবাসিক ভবন সংলগ্ন খোলা জায়গাসমূহের সুষ্ঠু ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করে বলেন, এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলে পরিবেশ ক্লাব গঠনের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি প্রশমন সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 

উপাচার্য ওপেন স্ট্রিট ম্যাপ শীর্ষক গবেষণা প্রকল্প পরিচালনার জন্য গবেষকদের ধন্যবাদ জানান। গবেষণার এই ফলাফল দুর্যোগ ঝুঁকি প্রশমনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


মন্তব্য