ঢাবি শিক্ষার্থীকে প্রলয় গ্যাংয়ের মারধর, শাস্তির আওতায় আসলো যারা

ঢাবি
  © সংগৃহীত

চলতি বছরের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ূনকে প্রলয় গ্যাংয়ের মারধরের ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় প্রলয় গ্যাংয়ের ১৪ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শৃঙ্খলা পরিষদের সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এতে সভাপতিত্ব করেন। শৃঙ্খলা কমিটির একাধিক সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাংলাদেশ মোমেন্টসকে এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কার হওয়া ১৪ জনের মধ্যে ২ জন শিক্ষার্থীকে ২ বছর,  ৮ জনকে ১ বছর এবং বাকি ৪ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- শান্তি ও সংর্ঘষ অধ্যয়ন বিভাগ এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী তবারক মিয়াকে ২ বছর, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ও একই হলের গোলাম ইসরাফ আরিফ সাহিলকে ১ বছর, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের ফয়সাল আহমেদ সাকিব ১ বছর, মার্কেটিং বিভাগের মো: শফিউল ইসলাম শোভন ১ বছর, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সৈয়দ নাসিফ ইমতিয়াজ ২ বছর; মাস্টারদা’ সূর্য সেন হল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো: ফারহান লাবিব ১ বছর, দর্শন বিভাগ এবং হাজী মুহম্মদ মুহসীন হলের সাদনিম খান অর্ণব ১ বছর, নৃবিজ্ঞান বিভাগের এবং কবি জসীম উদ্দিন হলের মো. নাইমুর দুর্জয় ও একই হলের এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদ ইব্রাহিমকে ৬ মাস, ফিন্যান্স বিভাগের মোশারফ হোসাইন ১ বছর;

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের হেদায়েতুন নূর রিশান ১ বছর,  একই হলের এবং তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মো. সাদমান তৌহিদ ১ বছর, কবি জসীম উদ্দিন হলের রহমান জিয়া ৬ মাস ও সাকিব ফেরদৌসকে ৬ মাস।

গত মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনকে মারধরের ঘটনায় আলোচনার আসে প্রলয় গ্যাংয়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দেন জোবায়ের ইবনে হুমায়ূনের মা সাদিয়া আফরোজ খান। ১৯ শিক্ষার্থীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে এ অভিযোগ দেন তিনি। যেটির মামলা এখনো চলমান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই গ্যাংয়ের অভিযুক্ত দুই সদস্যকে সাময়িক বহিষ্কার করে।

এদিকে সভায় আরো সিদ্ধান্ত হয়, গত ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলভী আরসলান নামের এক ছাত্রকে তিন ঘণ্টা ধরে নির্যাতনের ঘটনায় প্রলয় গ্যাংয়ের সদস্য এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী তবারক মিয়া, একই হলের অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগের ফয়সাল আহমেদ সাকিব, একই বিভাগের মুরসালিন ফাইয়াজ এবং অপরাধ বিজ্ঞান বিভাগ এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী জুবায়ের ইবনে হুমায়ূনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে সাতদিন সময় বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।


মন্তব্য