তারেক রহমানের জন্মদিনে জাবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল
- জাবি সংবাদদাতা
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১১:০৬ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৩, ১১:০৬ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯ তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
সোমবার (২০ নভেম্বর) বাদ আছর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান সোহান, সহ- সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিন বিপ্লব, জাবি শাখা ছাত্রদল নেতা সেলিম রেজা, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির মার্জুক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান শুভ, নাইমুল হাসান কৌশিক, সফিকুল ইসলাম, রাজিব আহমেদ, এম আর মুরাদ, রাজু, রিফাত, নাইম প্রমুখ।
মিলাদ মাহফিল শেষে ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান সোহান বলেন, 'চলমান গনতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনকে বিবেচনায় নিয়ে ক্ষুদ্র পরিসরে এই দোয়া। আগামী জন্মদিন গণতান্ত্রিক বাংলাদেশে দেশনায়ক তারেক রহমানকে সাথে নিয়ে ছাত্রদল বৃহৎ পরিসরে উদযাপন করবে।'