রাবিপ্রবি’তে বিশ্ব মৎস্য দিবস পালিত
- রাবিপ্রবি প্রতিনিধিঃ
- প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১০:০০ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ১০:১৭ PM

আলোচনা সভা, র্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে বিশ্ব মৎস্য দিবস পালন করলো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে এগারোয় প্রশাসনিক ভবন থেকে দিপঙ্কর তালুকদার ভবন পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ ফিশারিজ রিসোর্স ইন্সটিটিউট, নদী উপকেন্দ্র, রাঙ্গামাটি এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ ইশতিয়াক হায়দার। কী নোট স্পীকার হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল আলম (শাহীন) প্রধান আলোচক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
এর আগে উপাচার্য উপস্থিত অতিথিবৃন্দের সাথে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের তৈরিকৃত বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন।
দিবসটি উপলক্ষ্যে উপাচার্য তাঁর এক বক্তব্যে বলেন” যে পেশায় থাকেন না কেন আমাদের মৎস্য সম্পদকে ভালোবাসতে হবে। তাহলে মৎস্য সম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। আর এ সম্পদ রক্ষা পেলে দেশের উন্নয়ন হবে”।
সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, কাপ্তাই লেকে মৎস্য সম্পদ নিয়ে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের কাজ করতে হবে। তিনি কাপ্তাইকে লেকে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে কাজ করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। তিনি আরও বলেন, কাপ্তাই লেক দিন দিন অনেক দূষিত হচ্ছে। তিনি এ দূষিত লেককে কীভাবে রক্ষা করা যায় সেজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।