ববির "বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের" নেতৃত্বে আবির ও সাফায়েত
- ববি প্রতিনিধিঃ
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৪৩ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৪৩ PM

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবির হোসেন নয়নকে সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাফায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬.০০ টায় বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত বিজয়ের কন্ঠযোদ্ধা -২০২৩ শীর্ষক অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হল প্রভোস্ট ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আরিফ হোসেন, হল ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও দর্শন বিভাগের প্রভাষক আবু সালেম এবং সদ্য সাবেক সভাপতি মোঃ তাসফিক হাসান লিংকন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মোঃ আরিফ হোসেন বলেন, বিতর্ক হল একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা আপনাদের জীবনে অনেক উপকারে আসবে। বিতর্ক আপনাদের ভাবনাকে স্পষ্টভাবে প্রকাশ করতে, যুক্তি দিয়ে কথা বলতে, এবং অন্যদের সাথে মতবিনিময় করতে সাহায্য করবে। বিতর্ক চর্চা নেতৃত্ব দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা, এবং সমস্যা সমাধানের দক্ষতাকেও উন্নত করবে।
এই সংগঠনের মাধ্যমে আপনারা বিতর্কের বিভিন্ন দিক শিখতে পারবেন। আপনারা বিভিন্ন ধরনের বিতর্কে অংশগ্রহণ করতে পারবেন এবং বিতর্কের মাধ্যমে আপনারা নিজেদেরকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবেন। এ সংগঠনটি খুব শীগ্রই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে জাতীয় পর্যায়ে তুলে ধরবে বলে আমি আশা করা।