শর্ত সাপেক্ষে  পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সাগরের বহিষ্কার আদেশ প্রত্যাহার 

ক্যাম্পাস
  © টিবিএম ফটো

নির্মাণ শ্রমিকদের মারধর, চাঁদা না পেয়ে রড নিয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর সাময়িক বহিষ্কার হওয়ার দীর্ঘ ৩ মাস পরে শর্ত সাপেক্ষে তা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হবে না এই শর্তে আরাফাত ইসলাম খান সাগর (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এর উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। 

যাঁদের ঐকান্তিক সহযোগীতায় আমার পথচলা মসৃণ হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি উল্লেখ করে পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ৩ মাস ধরে ছায়া তদন্ত হয়েছ এবং সেগুলোর কোন সত্যতা না পাওয়াতে তারা(কেন্দ্রীয় নেতারা) আমার ওপর আরোপিত বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন।

তিনি আরও বলেন, কেন্দ্র থেকে আমাকে সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে এভাবে কোন অভিযোগ না ওঠে। 

উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টম্বর পবিপ্রবি'তে সাগর অনুসারি কর্মী সমর্থকের হাতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে লাঞ্ছিতের ঘটনাসহ বেশ কয়েকটি নেতিবাচক কর্মকান্ডের অভিযোগে এ বছরের ২৯ সেপ্টেম্বর সভাপতির পদ থেকে আরাফাত ইসলাম খান সাগরকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছিল।


মন্তব্য


সর্বশেষ সংবাদ