চবিতে হাটহাজারী অফিসার্স ফোরামের পূর্নমিলনী আগামী ৩ ফেব্রুয়ারি 

চবি
  © টিবিএম ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত অফিসারদের সংগঠন হাটহাজারী  অফিসার্স ফোরামের পূর্নমিলনী ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি(শনিবার )।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ফোরামের সকল সদস্য ও সংশ্লিষ্টদের সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম চৌধুরীর নিকট ২৯ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে আহ্বান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ( তথ্য) এবং হাটহাজারী অফিসার্স ফোরামের গনসংযোগ, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠানের ভেন্যু চবি বোটানিক্যাল গার্ডেন, দিনব্যাপি  আয়োজনের মধ্যে থাকবে  আসনগ্রহণ, আলোচনা সভা,মধ্যাহ্নভোজ ,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

উল্লেখ্য,২০২২ সালের ২৮ মে চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আবু তৈয়ব কে আহ্বায়ক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত হাটহাজারী উপজেলার সকল অফিসারদের নিয়ে যাত্রা শুরু করে এই সংগঠন টি।