যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলে আবারো ৭টি গাঁজা গাছ উদ্ধার

যবিপ্রবি
  © টিবিএম ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহীদ মশিউর রহমান হলে আবারো ৭টি গাঁজা গাছ উদ্ধার হয়েছে।শুক্রবার (২ ফেব্রুয়ারি) হলের পিছনে পশ্চিম পাশে ৭টি গাঁজা গাছ পাওয়া যায়। এর আগে (১৫ জানুয়ারি) ১৫টির মতো গাঁজা গাছ উদ্ধার করে আনসার সদস্যের মাধ্যমে পুড়িয়ে দেয় হল কর্তৃপক্ষ।

এ বিষয়ে হল  প্রভোস্ট ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ বলেন, আমরা এখন গাছগুলো ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করবো। গতমাসে গাঁজা গাছ পাওয়ার পরই মালিকে নির্দেশনা দেওয়া হয়েছিল এসব গাছ যেন কোনোভাবেই জন্মাতে না পারে।
 
হল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান তিনি।তিনি আরো বলেন গত  মাসে ১৫টি গাঁজা গাছ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তদন্ত কমিটির রিপোর্ট পেলে বলা যাবে কেন বারবার গাঁজা গাছ জন্মাচ্ছে। তাছাড়া আমরা আগামীকাল মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নিব।


মন্তব্য


সর্বশেষ সংবাদ