ভাষার মাস উপলক্ষ্যে যবিপ্রবির শিক্ষার্থীদের খাদ্য বিতরন কর্মসূচি পালন

যবিপ্রবি
  © টিবিএম ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল বিভাগের শিক্ষার্থীদের উদ্দ্যেগে আজ যশোরের বিভিন্ন স্থানে খাবার বিতরন করা  হয়। এসময়ে অন্যান্য  বিভাগের শিক্ষার্থীরাও এই খাবার বিতরণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে। 

বায়োমেডিকেল বিভাগের এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, তারা নিয়মিতই সমাজ কল্যানমূলক এবং শিশু শিক্ষা নিয়ে কাজ করে থাকেন। তাদের মূল লক্ষ্য সামাজিক উন্নয়ন এবং শিশুদের শিক্ষার ব্যপারে সচেতনতা তৈরি করা। বিশেষ করে যারা নিম্নমধ্যবিত্ত পরিবার এবং গৃহহীন তাদের নিয়ে কাজ করতে চান। এরই পরিপ্রেক্ষিতে তারা  আজ  শহরের বিভিন্ন স্থানে খাবার বিতরন করেন।


মন্তব্য