গবিতে আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ তহবিলের নতুন কমিটি গঠন
- আসিফ হোসেন, গবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪১ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪১ PM

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যান তহবিল এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মো: মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাব্বির হোসেন।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১৫নং কক্ষে এক বছর মেয়াদি এই কমিটি ঘোষণা দেওয়া হয়।
১৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল জামিল, সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন, প্রচার ও পরিকল্পনা সম্পাদক রাকিব মুসল্লী, ক্রিয়া সম্পাদক বাদশা মিঞা, ছাত্র কল্যান সম্পাদক মো: আসাদুর রহমান, ছাত্রী কল্যান সম্পাদক রেশমা আক্তার, সদস্য সান্ত্বনা আক্তার, মো: তানভীর আহমেদ আল আমিন, মো: আশিক মিয়া, তামান্না আক্তার কাকলি, সোনিয়া আক্তার, লুলু ওয়াল মারজান, শাহরিয়া রহমান রাফি, সামিউল ইসলাম।
কমিটির বিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. পারভেজ আহমেদ বলেন, 'ইতিপূর্বে আইন বিভাগ আইন বিভাগ শিক্ষার্থী কল্যান তহবিল সুনামের সাথে কাজ করেছে। নতুন কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করবে বলে প্রত্যাশা করছি। কমিটির সবার জন্য শুভ কামনা রইলো।'
এ সময়ে উপস্থিত ছিলেন আইন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে তারা নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক সহ সকল সদস্যদের ফুল দিয়ে বরন করে নেয়।