জন্মদিনে পথশিশুদের খাবার বিতরণ করলেন ছাত্রলীগ নেত্রী ফাল্গুনী
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫০ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ PM

নিজের জন্মদিন উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন 'অপরাজিতা'র সংগঠক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাল্গুনী দাস।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ষোলশহর স্টেশনে ৫০ জন পথশিশুর মাঝে খাবার বিতরণ করেন ফালগুনী দাস। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'অপরাজিতা' নামে একটি নারী সংগঠন পরিচালনা করেন। এই সংগঠনের মাধ্যমে প্রথমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলেও বর্তমানে রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক, সেবামূলক কর্মকাণ্ডসহ খেলাধূলার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকছে।
এই সংগঠন সম্পর্কে ফালগুনী দাসের মতামত জানতে চাইলে তিনি জানান, " আমি একজন ছাত্রলীগের ক্ষুদ্রতম কর্মী হিসেবে অপরাজিতা নামের একটি সংগঠন পরিচালনা করি। আমার ছোটবেলা থেকে মানুষের সেবা করার খুব আগ্রহ ছিলো এবং মানব সেবায় যাতে নিজেকে নিয়োজিত করতে পারি সেইজন্য সংগঠন করা একটি উত্তম জায়গা হিসেবে বেছে নেই। সেই জায়গা থেকে অপরাজিতা সংগঠনটি তৈরি করা, তাছাড়া আমি বিভিন্ন সময়ে কোনো সেবামূলক কাজে সুযোগ পেলে সেটি সুন্দরভাবে করার জন্য সর্বাত্বক চেষ্টা করি।
তিনি আরও বলেন, গতকালকে আমার জন্মদিন ছিল। আমার মানবিক দিক বিবেচনা করে প্রতিবছর আমি বিবিন্ন জায়গায় পথশিশুদের সাথে সময় কাটাই। সেজন্যই আজকে একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করি। এখানে প্রায় ৫০ জন পথশিশু উপস্থিত ছিল এবং আমি ও আমার অপরাজিতা সংগঠনের সদসস্যবৃন্দ মিলে পথ ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সুন্দর একটি সময় কাটাই। তারাও খুব উৎফুল্ল ছিলো আমাদের সাতে সময় কাটিয়ে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যকলাপ তারা উপস্থাপন করে। তাদের মধ্যে দুপুরের খাবার বিতরন করি। আমার ইচ্ছে আমার মত এরকম যারা মানুষের সেবায় কাজ করতে ইচ্ছুক তারা অন্তত নিজের জায়গা থেকে মানুষের সেবা করতে এগিয়ে আসুন।"
উল্লেখ্য বর্তমান অপরাজিতা সংগঠনে কাজ করে যাচ্ছেন ফাল্গুনী বিশ্বাস দূর্গা, জান্নাতুল ফেরদৌসি, সাথী রানী, আঁখি আহমেদ, ফারজানা, ফারিহা, সারিয়া মিম, ফৌজিয়া আক্তার, নাবিলা বিনতে বোরহান, তন্বী ইসলাম, রূপনা, বর্ষা দে, আবিদা মিম, মিম, মিফতা জাহান মীম, আইরিন, মুন, তন্বী, খুফুইমা ত্রিপুরা, উম্মে হাবিবা পাপড়ি, সাদিয়া আফরিন ঐশী, জান্নাতুল নওমী, মোনা আজিজ, নাফিসা সুলতানা নিশি সহ আরও অনেকে।