ছাত্রনেতাদের বহিষ্কার ও মামলায় 'জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের' নিন্দা 

জাবি
  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধুর গ্রাফিতি মুছে ধর্ষণ ও স্বৈরাচার বিরোধী গ্রাফিতি অঙ্কনের ঘটনায় ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সভাপতি অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলিকে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি শরণ এহসান এবং সাধারণ সম্পাদক সুমাইয়া জাহান এক যৌথ বিবৃতিতে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। 

বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট মনে করে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গ্রাফিতি অঙ্কনকে কেন্দ্র করে ছাত্রনেতার বিরুদ্ধে এধরনের সিদ্ধান্ত গ্রহণ অযৌক্তিক এবং উদ্বেগজনক। তাছাড়া বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পুঁজি করে একদল স্বার্থান্বেষী মহল স্বীয়কার্য হাসিল করার জন্য এবং অন্যায়ের প্রতিবাদ রুখে দেওয়ার জন্য এহেন পরিস্থিতি সৃষ্টি করেছে বলেই দৃশ্যমান হয়। স্বীয়স্বার্থ হাসিল করতে বঙ্গবন্ধুকে ঢাল হিসেবে ব্যবহার করার অপচর্চা একটি ন্যাকারজনক ঘটনা, যা সততই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনা বিরোধী কাজ হিসেবে চিহ্নিত হয়।

এতে বলা হয়, এভাবে স্বার্থান্বেষী মহলের চক্রান্তে মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যহত করে দুজন ছাত্রনেতাকে বহিস্কার ও মামলা করা কখনোই একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের আচরণ হতে পারে না। তাছাড়া জাতির পিতার নাম অপব্যবহার করে যারা স্বীয় স্বার্থ হাসিল করতে চায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন তাদেরকেই প্রলুব্ধ করলো এই হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে।

বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতি অঙ্কনের নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি প্রেক্ষিতে দুজন শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ দিতে পারে, তা স্পষ্ট নয়। পাশাপাশি, সংবিধানের উল্লেখ্য ধারাটিও মামলা দায়ের করার কারণ হিসেবে গ্রাহ্য করার মতো নয়। বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জায়গায় এধরনের সিদ্ধান্ত গ্রহণ সংকট আরও বৃদ্ধি করবে বলে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট আশংকা প্রকাশ করছে। তাই, অনতিবিলম্বে দুই ছাত্রনেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বহিষ্কারাদেশ বাতিলের দাবী জানাচ্ছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ধর্ষণ ও স্বৈরাচার বিরোধী গ্রাফিতি আঁকার ঘটনায় ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর বিরুদ্ধে গতকাল রাষ্ট্রীয় আইনে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।