অপপ্রচারকারীদের খোঁজ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী: ঢাবি ভিসি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি যুদ্ধ শুরু হয়েছে গতকাল শুক্রবার। এসব পরীক্ষাকে কেন্দ্র করে কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রশ্ন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে সরব বেশ কয়েকটি প্রতারক চক্র।
এসব প্রতারক চক্রের খোঁজ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ঢাবির ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল।
উপাচার্য বলেন, যেসব অপপ্রচার চলছে সেগুলো যাতে কাউকে ক্ষতিগ্রস্ত করতে না পারে এই বিষয়ে আমরা সতর্ক ছিলাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে। আমি যতদূর জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপপ্রচারকারীদের কিছু খোঁজ পেয়েছেন। তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে।
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, এরকম বিভ্রান্তের কোনো সুযোগ নেই। গতকালও বলেছিলাম এটা একটা প্রতারণা। এমন কোন ডিভাইস এখন নেই যার মাধ্যমে বাইরে থেকে নির্দেশনা পাওয়া যায় এসব আমরা অতীত অভিজ্ঞতা থেকে বলছি। আমরা বসে সিদ্ধান্ত নিবো আগে ভাগেই যাতে প্রতারণাকারীদের হাতে কেউ বিভ্রান্ত না হয়, কেউ যাতে প্রতারণার সাথে যুক্ত না হয় তাদের বিরুদ্ধেও আমরা আগে ভাগেই ব্যবস্থা নিবো।
এসময় আগামী এক মাসের মধ্যে এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে বলে জানান উপাচার্য।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ আব্দুল মঈন, প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান প্রমুখ।