ঢাবিতে মেয়েদের ইভটিজিং, কান ধরে উঠবস করালেন ছাত্রীরা

ঢাবি
  © বাংলাদেশ মোমেন্টস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের ঘটনায় এক তরুণকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের নারী শিক্ষার্থীরা। এ ঘটনায় আটক হওয়া ওই তরুণকে কান ধরে উঠবসসহ মারধর করেছেন উপস্থিত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আজিমপুরে অবস্থিত বাংলাদেশ কুয়েত মৈত্রি হলে এ ঘটনা ঘটে।

ওই হলের আবাসিক শিক্ষার্থী মেহজাবিন নাওয়ার বাংলাদেশ মোমেন্টসকে বলেন, হলের এক শিক্ষার্থীকে  দীর্ঘদিন থেকে অনুসরণ করতেন ওই তরুণ। এক পর্যায়ে ওই নারী শিক্ষার্থী আজকে রাতে তার বান্ধবীসহ হলের সামনে চা খাচ্ছিলেন। এমন সময় ওই তরুণ হঠাৎ করে ওই নারী শিক্ষার্থীর হাত ধরে বলেন, ’ তোমাকে বিয়ে করার জন্য আল্লাহর আদেশ পেয়েছি। তোমাকে আমি বিয়ে করবো চলো।’

এভাবে তাকে টেনে নিয়ে যখন যাচ্ছিলো তখন ওই শিক্ষার্থী উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলেন, ‘ বিয়ে যেহেতু করবো চলো হলে গিয়ে কাপড়-চোপড় ও প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি।'

এভাবে ওই ছাত্রী তাকে হলের ভিতরে নিয়ে গেলে সেখানে উপস্থিত ছাত্রীদের বিষয়টি জানায় সে। এরপর ছাত্রীরা তাকে মারধর ও কান ধরে উঠবস করায়। পরে তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেন শিক্ষার্থীরা।

আটক হওয়া ওই তরুণের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ওই তরুণের ভাষ্য অনুযায়ী তার নাম মোহাম্মদ।