বেগমগঞ্জ-সোনাইমুড়ি ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির নেতৃত্বে হাসানুজ্জামান ও আল আমিন
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০৫:৫২ PM , আপডেট: ১১ মার্চ ২০২৪, ০৬:২৯ PM

নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ি ছাত্রী-ছাত্রী কল্যাণ সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মো. আল আমিন। এছাড়াও কমিটি সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম শাকিল।
রবিবার (১০ মার্চ) সংগঠনটির উপদেষ্টা এ্যাড. মো. আজহার উল্লাহ ভূঁইয়া, এ্যাড. মিজানুর রহমান মিশন,অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, এএইচএম হুমায়ূন কবির, মো. মহিউদ্দিন মানিক এবং বর্তমান সভাপতি মোজাম্মেল হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ইমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্বাচিত কমিটির ঘোষণা করা হয়।
সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী এবং সংগঠনের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যোগ্য প্রার্থীদের সাথে নির্বাহী উপদেষ্টাদের আলোচনা, মতামত ও ঐক্যমতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য বেগমগঞ্জ-সোনাইমুড়ী উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির নতুন দায়িত্ব পালন করবে।
নবনির্বাচিত সভাপতি মো. হাসানুজ্জামান বলেন, সবাই আমাদের যোগ্য মনে করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। আমাদের সংগঠন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নয়, সারা বাংলাদেশের বেগমগঞ্জ-সোনাইমুড়ির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। আমরা সেই লক্ষ্যে দক্ষ, দায়িত্বশীল ও স্মার্ট নেতৃত্ব নিয়ে আমাদের পূর্ণাঙ্গ যথাযথ সময়ে ঘোষণা করবো।
প্রসঙ্গত, সারা বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে 'বেগমগঞ্জ-সোনাইমুড়ি উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি।