পাবিপ্রবিতে স্থাপিত হলো বিশুদ্ধ পানির ফিল্টার

পাবিপ্রবি
  © সংগৃহীত

বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি)  শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক পানির ফিল্টার বসানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন,কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, মেডিকেল সেন্টার,লাইব্রেরির সামনে বসানো হয়েছে মোট পাঁচটি অত্যাধুনিক পানির ফিল্টার৷ 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. নাজমুল হোসেন বলেন, বিশুদ্ধ পানির সংকটের বিষয়টি গণমাধ্যমে আমাদের নজরে আসা মাত্রই সেটি নিয়ে কাজ শুরু করেছিলাম এবং এখন দিতে সক্ষম হয়েছি।

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদাই শিক্ষার্থীবান্ধব৷ শিক্ষার্থীদের খাবার পানির সমস্যাটি বিশ্ববিদ্যালয়ের সংবাদকর্মীরা তুলে ধরেছেন। যার পরিপ্রেক্ষিতে আমরা সেটি সমাধান করেছি। সেজন্য তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।’ 


মন্তব্য