চট্টগ্রাম জেলার পাঁচটি কলেজ কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তিকরন

চবি
  © ফাইল ছবি

চট্টগ্রাম জেলার পাঁচটি সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) অন্তর্ভুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাজশাহী জেলার চারটি ও চট্টগ্রাম জেলার পাঁচটি সরকারি কলেজকে যথাক্রমে রাবি ও চবির অন্তর্ভুক্ত করার পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্ভুক্ত কলেজগুলো হলো: চট্টগ্রাম সরকারি কলেজ , হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ,স্যার আশুতোষ সরকারি কলেজ, সরকারি কমার্স কলেজ, সাতকানিয়া সরকারি কলেজ।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে বিধি-বিধান সংশোধন এবং অপরাপর করনীয় বিষয়ক প্রতিবেদন প্রেরণ করতে বলা হয়েছে।