তীব্র দাবদাহে জবির ক্লাস চলবে অনলাইনে, পরীক্ষা রিসিডিউলে

জবি
  © টিবিএম ফটো

তীব্র দাবদাহের কারণে সারা দেশে চলমান পরিস্থিতির উপর বিবেচনা করে চলতি সপ্তাহে সব বিভাগের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। সেইসাথে এসপ্তাহে যেসব পরীক্ষা রয়েছে সেসব পুনরায় রিসিডিউল করা হবে। 


আজ রোববার উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম। 


রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আইনুল ইসলাম বলেন, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহে সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর কোনো পরীক্ষা থাকলে সেসব রিসিডিউল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ তাপপ্রবাহ পরবর্তী সপ্তাহে অব্যাহত থাকলে তখন আবার সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে, আপাতত এ সপ্তাহটা অনলাইনেই চলবে। 


এদিকে সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সারা দেশের স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তা ছাড়া তীব্র তাপদাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ