অনির্দিষ্টকালের জন্য চবির ক্লাস অনলাইনে, পরীক্ষা হবে সশরীরে

চবি
  © লোগো

সারা দেশে তীব্র তাপদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা যথারীতি সশরীরে চলমান থাকবে। ২১ এপ্রিল (রবিবার) বিকেলে ক্লাস কার্যক্রম নিয়ে জরুরি বৈঠকে বসে কতৃপক্ষ।

বৈঠকের পর চবি সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক সিরাজ উদ দৌলাহ জানান আজকের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস অনলাইনে এবং পরীক্ষা সশরীরে হবে পাশাপাশি অফিস যথারীতি চলবে। তীব্র তাপদাহের কারণে  (শনিবার) দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ( স্কুল কলেজ) বন্ধ এক সপ্তাহ বৃদ্ধি করা হয়।

পরবর্তীতে চবির মতো ঢাবি এবং জবি তাদের ক্লাস কার্যক্রম অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেয়।


মন্তব্য


সর্বশেষ সংবাদ