ঢাবির কবি জসীম উদদীন হলে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

ঢাবি
  © সংগৃহীত

দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। তীব্রতাপদাহ  হতে দেশবাসীকে রক্ষা এবং (এসডিজি)টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে সারাদেশে ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় এবার নিজেদের হলে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার  (৩০ এপ্রিল) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে হল ছাত্রলীগ।

বৃক্ষরোপণ কর্মসূচির সময় উপস্থিত ছিলেন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক - মো: হেদায়েতুল ইসলাম , ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক - মো: সুমন আলী , সহ সম্পাদক মিজানুর রহমান মিজান, কর্মসূচি বিষয়ক উপ-সম্পাদক- তাহমিদ ইকবাল মিরাজ, সহ সম্পাদক - এস.এম. রাহাত বিন আলীম সহ উপস্থিত ছিলো হল ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীরা।

নিজেদের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে কবি জসীম উদদীন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হেদায়েতুল ইসলাম বলেন,  প্রচন্ড তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় কবি জসীম উদদীন হল ছাত্রলীগ হলের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করেছে। প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপণের বিকল্প নেই। আসুন আমরা সবাই বৃক্ষ রোপণ করি।
   


মন্তব্য


সর্বশেষ সংবাদ