ইআবি শিক্ষার্থীরা পাচ্ছে মূল সনদ, সমাবর্তনের আশ্বাস
- মোহাম্মদ ফয়সাল, ইআবি প্রতিনিধি;
- প্রকাশ: ২২ মে ২০২৪, ১০:১৭ PM , আপডেট: ২২ মে ২০২৪, ১০:১৭ PM
-12225.jpg)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) এর শিক্ষার্থীরা এখন থেকে মূল সনদ পেতে যাচ্ছে। অন্যদিকে প্রথম সমাবর্তন আয়োজনের আশ্বাস দেন ইআবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। আজ ২২শে মে বুধবার ইআবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ এর সভাপতিত্বে ১৭ তম একাডেমিক কাউন্সিল শেষে দেশের শীর্ষ প্রতিষ্ঠানের অধ্যক্ষগণের কাছে মূল সনদ হস্তান্তর করা হয়।
মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) অধিভুক্ত মাদ্রাসা সমুহের ফাজিল (স্নাতক) দুই বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) চার বছর মেয়াদী অনার্স এবং এক বছর মেয়াদী মাস্টার্স এর অনেকগুলো ব্যাচ ইতোমধ্যে সমাপ্ত হয়।
তার মধ্যে ফাজিলের পাচঁটি, দুই বছর মেয়াদী কামিল ৭টি, চার বছর মেয়াদী অনার্স এর তিনটি এবং মাস্টার্স এক বছর মেয়াদী চারটি ব্যাচ সমাপ্ত হয়। কিন্ত কার্যক্রম শুরুর পর থেকে বিশ্ববিদ্যালয়টি মূল সনদের বিপরীতে সাময়িক সনদ প্রদান করেন কিন্তু যেসব শিক্ষার্থী বহির্বিশ্বে স্কলারশিপ ও কর্মসংস্থান এর জন্য আবেদন করে থাকেন তাদের প্রয়োজন মূল সনদ। নিয়োগের বছর পেরোতেই ইআবি ভিসি অধ্যাপক. মুহাম্মদ আব্দুর রশীদ এর বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষার্থীরা বহুল কাঙ্ক্ষিত মূল সনদ পেতে যাচ্ছে। এরই মধ্যে উক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা এবং অধিভুক্ত মাদরাসা শিক্ষার্থীরা বহির্বিশ্বের বিভিন্ন দেশে স্কলারশিপ ও কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।
আজ থেকে প্রস্তুত হওয়া মূল সনদ মাদরাসার অধ্যক্ষগণের হাতে তুলে দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম এবং পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
এদিকে, শীঘ্রই প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠান করার অঙ্গিকার ও আশাবাদ ব্যক্ত করেন ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ আব্দুর রশীদ এবং তা বাস্তবায়নে তিনি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে কার্যক্রম শুরু হওয়া ইআবি তাদের শিক্ষার্থীদের মূল সনদের বিপরীতে এতদিন একটি সাময়িক সনদ প্রদান করে আসছে।