কুবি থেকে প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন অপি
- কুবি প্রতিনিধি;
- প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৬:১০ PM , আপডেট: ৩০ মে ২০২৪, ০৬:১০ PM
-13034.jpg)
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আবু তৈয়ব অপি। উপজেলা পরিষদ নির্বাচনসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে কুবি শিক্ষার্থীদের এমন সাফল্য এবারই প্রথম। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (২৯ মে) নির্বাচন শেষে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর সহকারী রিটার্নিং অফিসার সুলতানা এলিন স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের বার্তা প্রেরক শিট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
প্রাথমিক বেসরকারি ফলাফলের বার্তা প্রেরক শিট থেকে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট চার জন প্রার্থী স্বতন্ত্র থেকে অংশ নিয়েছিল। এই উপজেলায় ৭২ কেন্দ্রে ভোট পড়েছে ৮৩,৮২৭ টি। এর মধ্যে মোহাম্মদ আবু তৈয়ব অপি ঘোড়া মার্কায় পেয়েছেন ৪৩,৬৫৫ টি। যার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহরাব খান চৌধুরী আনারস মার্কায় পেয়েছেন ৩১,৪৭০ টি ভোট।