নিয়মিত শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে ঢাবি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জুন ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ০৪ জুন ২০২৪, ১০:৪১ AM

মাসে এক হাজার টাকা বেতনে শিক্ষার্থীদের খন্ডকালীন চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৭ জুন পর্যন্ত আবেদন করতে বলা হয়েছে।
সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়টির ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের মাধ্যমে শিক্ষার্থীদের মাসিক এক হাজার টাকা সম্মানীতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী, রেজিস্ট্রার দফতর এবং ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত (অনুর্ধ্ব ৬ মাস) মাসের জন্য খণ্ডকালীন চাকুরীতে নিয়োগ দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগ/ ইনস্টিটিউটের ছাত্র-উপদেষ্টাদের সহযোগিতায় বিভাগ থেকে মনোনীত ১ (এক) জন অস্বচ্ছল, মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীর দ্বারা সংযুক্ত ফর্মটি পূরণ করে ছবি ও সুপারিশসহ আগামী ২৭ জুন বিকেল ৪ টার মধ্যে দফতরে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
তবে যেসব শিক্ষার্থী ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত খণ্ডকালীন কাজ করেছে তারা এই আবেদন করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।