পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবি, কর্মবিরতিতে ঢাবি শিক্ষক সমিতি 

ঢাবি
  © সংগৃহীত

সরকার ঘোষিত সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

আজ মঙ্গলবার (৪ জুন) সকাল আটটা থেকে কর্মসূচি পালন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঘোষিত এই কর্মসূচি চলবে দুপুর একটা পর্যন্ত।

সকাল এগারোটায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বাংলাদেশ মোমেন্টসকে বলেন, ‘আমাদের কর্মবিরতি পালন চলছে।’

এদিকে দাবি বাস্তবায়নে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

এ লক্ষ্যে আজ দুপুর একটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি। গতকাল ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মন্তব্য