নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর পেলেন বিভাগীয় প্রধানের দায়িত্ব
- রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১০:২১ PM , আপডেট: ০৬ জুন ২০২৪, ১০:২১ PM
-10626.jpg)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (৬ জুন) রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৩ বছরের জন্য বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পান তিনি।
বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়ে সঞ্জয় কুমার মুখার্জী বলেন, বিভাগের একাডেমিক কার্যক্রমকে গতিশীল এবং ত্বরান্বিত করার জন্যে বিভাগের সবাইকে নিয়ে কাজ করবো।
পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন প্রোগ্রামের সাথে বিভাগকে সংযুক্ত করা এবং শিক্ষা, গবেষণ ও উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করার স্বার্থে পুরো বিভাগের সবাই একসাথে কাজ করবো।