ভর্তি পরীক্ষায় পাশ না করে
ওয়ার্ড কোটায় ভর্তি হয়ে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক!
- রাবি প্রতিবেদক:
- প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৭:৫৬ PM , আপডেট: ০৯ জুন ২০২৪, ০৭:৫৬ PM
-10909.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ইন্দ্রনীল মিশ্র। যার বিরুদ্ধে উঠেছে নানান সমালোচনা ঝড়। শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া এই ইন্দ্রনীল মিশ্র ছাত্র থাকাকালীন প্রথমত বিভাগে পাশ তো করেনইনি, যে ১৪ জন শিক্ষার্থী দ্বিতীয় বিভাগে সুযোগ পেয়েছিলেন সেখানেও তার অবস্থান ‘১০ম’ পর্যায়ে। আবার তিনিই তাঁর বিভাগে একমাত্র শিক্ষার্থী যিনি কিনা বিএসসিতে ৪০৩ কোর্সে ফেল করেছেন।
তবে এখানে মজার বিষয় হলো এই শিক্ষার্থী ফলাফল খারাপ হওয়ায় এমএসসিতে থিসিস গ্রুপে যাওয়ারই সুযোগ পাননি। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন। তাই ছাত্রদের অভিযোগ হচ্ছে কিভাবে তিনি এই রেজাল্ট যোগ্যতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে শিক্ষক পদে নিয়োগ পায়?
আরো মজার বিষয় হলো ইন্দ্রনীল মিশ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারেননি। বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কারনে ওয়ার্ড কোটায় ভর্তির সুযোগ পেয়েছিলেন।