গলায় ফাঁস দিয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু

ববি
  © ফাইল ছবি

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী শেফা নুর ইবাদি মৃত্যুবরণ করেছেন। সোমবার ( ১০ জুন ) রাত ১২ টা ৫ মিনিটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের রিডিং রুমের করিডোরে গলায় ফাঁস অবস্থায় উদ্ধার করে।

তাকে তাৎক্ষনিক নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে তার সহপাঠীরা।

বঙ্গমাতা হলের প্রভোস্ট হেনা রানী বিশ্বাস এ বিষয়টি নিশ্চিত করেন।