রাবিতে ঊষার সভাপতি শামীম, সম্পাদক সৌরভ

রাবি
  © টিবিএম ফটো

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার আংশিক কমিটি গঠিত হয়েছে। 

 

এতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এম. শামীম সভাপতি এবং ব্যাংকিং অ্যান্ড ইন্সুইরেন্স বিভাগের শিক্ষার্থী সৌরভ দত্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

 

শনিবার (১৫ জুন) রাতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি আলিফ আল আজাদ এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র-সহ সভাপতি আতাউল্লাহ বুখারী, সহ-সভাপতি তারিন ইসলাম,

সহ-সভাপতি রাহাজুল রাব্বি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান (হাসান), যুগ্ম-সাধারণ সম্পাদক জয় বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক: তাবাসসুম কবীর, সাংগঠনিক (১) খন্দকার মেহেদী, সাংগঠনিক (২) সানজিদা বিনা, প্রচার সম্পাদক মুজাহিদ, অর্থ সম্পাদক রাজু আহমেদ এবং দপ্তর সম্পাদক আরিফ আলভি।

 

বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।

 

উল্লেখ্য, ঊষা কালীগঞ্জের সকল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক সংগঠন। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি কালীগঞ্জের শিক্ষার্থী এবং পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বহুবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।


মন্তব্য