কোটা বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের গণ-পদযাত্রা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৩:১৯ PM , আপডেট: ০২ জুলাই ২০২৪, ০৩:১৯ PM

কোটা পুনর্বহালে হাইকোর্টের দেয়া রায় বাতিলের দাবিতে গণ পদযাত্রা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর পৌনে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের এই পদযাত্রা শুরু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত (৩টা ১০ মিনিট) পদযাত্রা চলমান রয়েছে।
শিক্ষার্থীরা জানান, পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত-নিউমার্কেট হয়ে সাইন্সল্যাব দিয়ে শাহবাগে গিয়ে শেষ হবে।
পদযাত্রায় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপোষ না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাই নাই’, ‘জেগেছে রে জেগেছে-ছাত্র সমাজ জেগেছে’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।