বৃষ্টিতেও চলছে কোটা বিরোধীদের আন্দোলন 

কোটা
  © বাংলাদেশ মোমেন্টস

চলছে থেমে থেমে বৃষ্টি কিন্তু এরপরও থেমে নেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে দেওয়া প্রজ্ঞাপন পুনর্বহাল ও সব ধরনের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলন। চতুর্থ দিনের মতো আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। রিপোর্ট লেখা পর্যন্ত (১টা ৪০ মিনিট) আন্দোলন চলমান রয়েছে।

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”র ব্যানারে এই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। অবরোধে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আঠারোর পরিপত্র পুনর্বহাল করতে হবে’; ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’; ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’; ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, —ইত্যাদি স্লোগান দেন।