অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রাবিপ্রবির কর্মচারীবৃন্দ
- রাবিপ্রবি প্রতিনিধি;
- প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৮:২৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৪, ১০:৪০ PM
-11038.jpg)
সারর্বজনীন পেনশন বাতিলসহ অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত ও নবম পে-স্কেল প্রদানের দাবিতে গত ৭ জুলাই থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কর্মচারী কল্যাণ সমিতি। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কর্মবিরতি এবং সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রনি) জানান,"আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আমরা কর্মসূচী পালন করছি এবং ফেডারেশনের দিকনির্দেশনা মতোই আমরা এগিয়ে যাবো। "
এর আগে গত ১লা জুলাই থেকে ৩রা জুলাই পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী পালন করেছে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি। দাবি মেনে নেওয়া না হলে ৭ জুলাই থেকে টানা কর্মসূচীর অগ্রীম ঘোষণাও দিয়েছিলেন তারা।
উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে আজ ১০ জুলাই পর্যন্ত টানা চারদিন শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করে আসছে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি।