নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ র‍্যালী

নজরুল বিশ্ববিদ্যালয়
  © টিবিএম

সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবি না আদায় হওয়া পর্যন্ত ডাকা সর্বাত্মক কর্মবিরতির পাশাপাশি প্রতিবাদ র‍্যালী পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে একদিকে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দ্বিতীয় তলায় সর্বাত্মক কর্মবিরতি পালনের পাশাপাশি পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এসময় শিক্ষক সমিতির সভাপতি  অধ্যাপক ড. তুষার কান্তি সাহা এবং সাধারণ সম্পাদক ড. মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে সামাজিক বিজ্ঞান অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের নিচতলা থেকে বিজ্ঞান অনুষদ ভবন পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা।

পদযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষক নেতারা প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও 'প্রত্যয় স্কিম' সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত ১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় শিক্ষকদের সংগঠনটি।

অন্যদিকে একইদিন সকালে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহবানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি (গ্রেড ১১-১৬) ও কর্মচারী ইউনিয়নের (গ্রেড ১৭-২০) সমন্বয়ে গঠিত কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ টানা সপ্তম দিনের মতো কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ র‍্যালী করেছে। 

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ মোকাররেম হোসেন মাসুম,  কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, কর্মচারী সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,  কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিম রানা, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমানসহ অন্যান্যরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। প্রত‍্যয় স্কিমের তীব্র সমালোচনা  করে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, বতর্মান প্রজ্ঞাপন বাতিল না করলে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে এবং আরো বেগবান আন্দোলন গড়ে তোলা হবে।