কোটাবিরোধীদের ওপর হামলার প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

রবি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (রবি)  © টিবিএম

কোটা বৈষম্য নিরসনে একদফা দাবিসহ দেশের বিভিন্ন জায়গায় 'বাংলা ব্লকেড' কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর মূল ফটকের সামনে ঢাকা-পাবনা মহাসড়কে বিকাল ৩.৩০ টায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভকারীরা কোটা সংস্কারের দাবি তুলে ধরে বক্তৃতা প্রদান করেন। তাঁরা যৌক্তিক সংস্কারের মাধ্যমে দ্রুত এ সমস্যার সুরাহা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। 

এসময় বিক্ষোভকারীরা 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, আমার ভাইয়ের রক্ত কেন? প্রশাসন জবাব চাই, সংগ্রাম সংগ্রাম, ছাত্র সমাজের সংগ্রাম, মেধাবীদের কান্না আর না আর না! ইত্যাদি স্লোগান দিতে থাকে।