কোটা বিরোধী আন্দোলন:

বঙ্গভবনে ১২ সদস্যের প্রতিনিধি দলে জবির এক শিক্ষার্থী

জবি
  © টিবিএম

কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের জন্য ১২ সদস্যদের প্রতিনিধি দলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী ছিলেন। দফায় দফায় পুলিশের মানব ব্যারিকেড উপেক্ষা করে গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের তারকাঁটার ব্যারিকেড ভেঙ্গে সর্বশেষ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে অবস্থান করে সাধারণ শিক্ষার্থীরা। 

পরবর্তীতে এখান থেকেই ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করতে যায়।

মোট ১২ সদস্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজের ১ জন করে প্রতিনিধি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করতে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেহেরুন্নেসা নিদ্রা ১২ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন। তিনি চলমান আন্দোলনের একজন সক্রিয় সদস্য।

এছাড়াও প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন- সারজিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, হান্নান মাসুদ, সুমাইয়া আক্তার, আব্দুল কাদের, মো. মাহিন সরকার, আরিফ সোহেল ও আশিক।