মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় 

ঢাবি
  © বাংলাদেশ মোমেন্টস

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। প্রতিটি হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে ভিসি চত্বরে জড়ো হচ্ছেন।

রবিবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সরেজিমনে দেখা যায়, শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, হাজী মুহম্মদ মুহসিন হল, সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, কবি জসিম উদদীন হলসহ সব হল থেকে শিক্ষার্থীরা হলপাড়ায় মিছিল নিয়ে এসে সমবেত হন। এছাড়াও শহীদুল্লাহ হল, জগন্নাথ হল, এফএইচ হল, একুশে হল, রোকেয়া হলের শিক্ষার্থীরা জড়ো হন টিএসসিতে।

পরে টিএসসি থেকে মিছিল নিয়ে তারাও হলপাড়া গিয়ে যোগ দেন। মেয়েদের তিনটি হল থেকে শিক্ষার্থীরা গেট ভেঙে বের হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ সময় বিজয় একাত্তর হলের গেট বন্ধ করে দেয় ওই হল ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতারা। শিক্ষার্থীরা জোর করে ভিতরে ঢুকতে চাইলে তাদের ওপর বারবার আক্রমণাত্মক হয়ে ওঠেন ওই হলের পদপ্রত্যাশী নেতা ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোনাফ প্রান্ত। যদিও পরবর্তীতে শিক্ষার্থীরা হল গেট খুলে ভিতরে প্রবেশ করেন। সেখানে প্রায় বিশ মিনিট অবস্থান করে মুহসীন হল, সূর্য সেন, জহুরুল হক হল, এফ রহমান হলে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।