বিক্ষোভে উত্তাল জবি, হলের তালা ভেঙ্গে মিছিলে ছাত্রীরা 

জবি
  © বাংলাদেশ মোমেন্টস

সারাদেশে চলমান কোটা আন্দোলন নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের রেশ ধরে মধ্যরাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেছে। ছাত্রী হলের শিক্ষার্থীরা তালা ভেঙ্গে বের করেছে মিছিল।

সোমবার (১৫ জুলাই) মধ্যরাতেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বিভিন্ন মেসে থেকে জড়ো হতে থাকে  সাধারণ শিক্ষার্থীরা। হল থেকে মেয়েরা এসে যোগ দেয় বিক্ষোভ মিছিলে।

এসময় শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পুরান ঢাকার আসেপাশের নারিন্দা, সূত্রাপুর, লক্ষী বাজার, মুরগীটোলা এলাকায় ভাড়া মেসে থেকে শিক্ষার্থীরা মিছিল করতে করতে আসতে থাকে।

জবির একমাত্র ছাত্রী আবাসিক ভবন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা শুরুতে রুম থেকে হলের নিচে জড়ো হতে থাকে। লিফট চালু থাকলে তা বন্ধ করে দেওয়া হয় এবং গেটে তালা ঝুলিয়ে দিলে তা ভেঙ্গে ফেলে উৎসুক শিক্ষার্থীরা। পরে তারা হাতে থালা-বাসন নিয়ে স্লোগান দিতে দেখা যায়। 

এছাড়া মিছিলটি বাহাদুর শাহ পার্ক ও রায় সাহেব বাজার মোড় দিয়ে তাঁতীবাজার মোড়ে অবরোধ করে। বিশ মিনিট অবরোধ করে রাখার পর তারা আবার ক্যাম্পাসের দিকে ফিরে আসে।