জাবি শিক্ষার্থীদের  মিছিলে ছাত্রলীগের হামলা, আহত শতাধিক

জাবি
  © বাংলাদেশ মোমেন্টস

কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর শাখা ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে সাভারের এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। 

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে বটলতা এলাকায় আসলে আগে থেকেই দেশীয় অস্ত্র নিয়ে ওত পেতে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, রড, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। 

এসময় সাংবাদিকদের উপরও চড়াও হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 

হামলায় প্রায় শতাধিক শিক্ষার্থী ও এক সাংবাদিকদের আহত হন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ঘুরে দেখা যায় আহত শিক্ষার্থী সংখ্যা মেডিকেলের ধারণ ক্ষমতার বাইরে। এদের অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে সাভারের এনাম মেডিকেল  নেওয়া হয়েছে। 

এদিকে ছাত্রলীগের হামলার বিষয়ে প্রশাসন আগে থেকে জানলেও কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির অনুপস্থিতি ও ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে একটি মিছিল নিয়ে ভিসির বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। 

মিছিলে শিক্ষার্থীরা 'ভারতীয় রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়' 'আমার ভাইয়ের ওপর হামলা কেন? বিচার চাই বিচার চাই', 'মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', 'কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক', 'আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে' ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ আমার ভাই আহত কেন, জবাব চাই দিতে হবে,
ইত্যাদি স্লোগান দেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে..