কাল সারাদেশে বিক্ষোভ করবে কোটাবিরোধীরা

কোটা
  © সংগৃহীত

কোটাবিরোধীদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বিকাল তিনটায় সারাদেশে বিক্ষোভ মিছিল করবে কোটাবিরোধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

সোমবার (১৫ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটে কার্জন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হবে। এরপর সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।