দেশীয় অস্ত্র নিয়ে ঢাবিতে জড়ো হচ্ছেন বহিরাগতরা
- ঢাবি প্রতিনিধি;
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৩:০৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৪, ০৩:০৪ PM

দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও মাথায় হেলমেট পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হচ্ছেন ছাত্রলীগের বহিরাগত নেতা-কর্মীরা।মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দুইটা থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন তারা।
সরেজমিনে দেখা যায়, তিরিশ থেকে চল্লিশ জনের বিভিন্ন দল মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন। এদের বেশিরভাগের হাতে রড, হকিস্টিক, লাঠি ও মাথায় হেলমেট লক্ষ্য করা যায়।
এদিকে দুপুর দেড়টায় বিক্ষোভ করার ঘোষণা দিয়ে এখনো বিক্ষোভ শুরু করেনি ছাত্রলীগ। যদিও গতকাল সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ বিকাল তিনটায় বিক্ষোভের ডাক দিয়েছেন কোটাবিরোধীরা।