কোটা আন্দোলনকারীদের হামলায় গুরুতর আহত ঢাবির সহকারী প্রক্টর
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৪:৪৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৪, ০৪:৪৮ PM
-11602.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে কোটা আন্দোলনকোরীদের হামলায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত। মঙ্গলবার (১৬ জুলাই ) বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত তাড়ানোর অভিযানে নামের প্রক্টরিয়াল বডি।
জানা যায়, টিএসসি এলাকা থেকে অভিযান শেষে বেলা ৪টা ২০ মিনিটের দিকে শহীদ মিনার এলাকায় গেলে সেখানে অবস্থানরত কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির উদ্দেশ্যে 'ভুয়া ভুয়া' ধ্বনি তোলেন।
এক পর্যায়ে কোটা আন্দোলনের কিছু উগ্র শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমের সদস্যের সাথে আক্রমনাত্মক অবস্থান নিলে স্থান ত্যাগ করেন প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান। এই সময় কোটা আন্দোলেনকারীরা ফার্মেসী অনুষদের শিক্ষক অধ্যাপক আব্দুল মুহিত বেধড়ক মারধর করে। এতে এই সহকারী প্রক্টর শিক্ষার্থীদের গুরত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ।