এবার চট্টগ্রামে আন্দোলনরত ২ জন নিহত
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৪, ০৪:৫২ PM

কোটা আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী নিহত হওয়ার পর এবার চট্টগ্রামে ২ জন নিহত হয়েছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
ট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম বলেন, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। আরেকজন পথচারী। কলেজ শিক্ষার্থীর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আমরা মৃত্যুর তথ্য পেয়েছি। তবে পুলিশ কোথাও বলপ্রয়োগ করেনি।
এই নিয়ে সারাদেশে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কয়েক শত শিক্ষার্থী।