কোটা আন্দোলন: জবি শিক্ষার্থীদের উপর হামলা, ৪ জন গুলিবিদ্ধ 

জবি
  © টিবিএম

চলমান কোটা আন্দোলন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলি করা হয়েছে। তবে এখন নিশ্চিত হওয়া যায়নি কে বা কারা গুলি করেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে তিনটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিশাল একটি মিছিল রায় সাহেব বাজারে দিকে অগ্রসর হ‌ওয়ার সময় গুলিবিদ্ধ হ‌ওয়ার ঘটনা ঘটে।

বিক্ষোভ মিছিলটি রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হওয়ার সময় ঢাকা চীফ জুডিশিয়াল কোর্ট এর সামনে তাদের ওপর গুলি চালানো হয়। কারা গুলি চালিয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি,তবে গুলিবিদ্ধ চারজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ চার জনের মধ্যে তিন‌ জনের পরিচয় জানা গেছে তারা হলেন আহত বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তনের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস মিয়া, ১৭তম আবর্তনের অনিক, কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থী, বাকি একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সহপাঠীরা। এদিকে রায়সাহেব বাজার থেকে তাতিবাজার মোড়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে লাঠিসোটা নিয়ে আন্দোলন চলমান রেখেছে এবং পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।