যশোরে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের হামলা

যবিপ্রবি
  © টিবিএম

যশোরে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলা, আহত ২০ জন। যশোরে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলার ঘটনা ঘটেছে। এ সময়  ছাত্রলীগের হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালেক্টরেট চত্বরে এ হামলার ঘটনা ঘটে। একটু পরে ১২:৩০টার দিকে দরাটানা থেকে আরেকটি মিছিল বের হয়, এ মিছিলে যশোর  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এম এম কলেজ, রাজ্জাক কলেজ সহ শহরের আরো অনেক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা যুক্ত হয়।

এ মিছিল ১:৩০টায়  চাচড়া মোড়ে গিয়ে চাচড়া মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এদিন সকালে শহরের দড়াটানা ভৈরব চত্বরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে মুক্তিযোদ্ধারা সমাবেশ করে। এরপর তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। তাদের সাথে ছিলো মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা।

ডিসি অফিস থেকে নেমে আসার সময় সেখানে উপস্থিত হয় কোটা বিরোধ আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলাকারীরা আন্দোলনরত শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করে। এতে ২০ জন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষার্থীরা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।