মধ্যরাতে ঢাবি রোকেয়া হল ছাত্রলীগ নেত্রীদের বের করে দিলেন শিক্ষার্থীরা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০১:৪০ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৪, ০১:৪০ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দিয়েছেন ওই হলের সাধারণ শিক্ষার্থীরা। প্রায় দশ জনের বেশি ছাত্রলীগ নেত্রীকে বের করে দেয় শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী বাংলাদেশ মোমেন্টসকে জানান, রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইসহ নেতাকর্মীরা রাত এগারোটার দিকে হলে প্রবেশ করেন। হলের অন্যান্য শিক্ষার্থীরা এটা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাকর্মীদের তাদের কক্ষ থেকে বের করে নিয়ে আসেন। এসময় আতিকার চুল ধরে টান দেন একজন। পরিস্থিতি উত্তপ্ত হলে হল প্রাধ্যক্ষ তাদেরকে তার অফিসে ঢুকিয়ে রাখে। এরপর শিক্ষার্থীদের চাপের মুখে হল প্রাধ্যক্ষের উপস্থিতিতে তাদের বের করে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘ছাত্রলীগ এখন কোনভাবেই সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়। তারা গতকাল আমাদের সহপাঠী ভাই-বোনদের নির্মমভাবে পিটিয়েছে, রক্তাক্ত করেছে। এদের সাথে আমরা একসাথে ঘুমাতে পারি না। রোকেয়া হল ছাত্রলীগের বিরুদ্ধে জাগ্রত থাকবে।’
হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বের হওয়া ১০ ছাত্রলীগ নেত্রীর মধ্যে আছেন হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইন, ছাত্রলীগ নেত্রী বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান সিলভী, বিপর্ণা রায় ও সাইফুন্নেসা ইলমি। আতিকা ছাড়া বাকি সবাই আসন্ন হল শাখা ছাত্রলীগের শীর্ষপদ প্রত্যাশী।