অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাবি, আজ ছয়টার মধ্যে ছাড়তে হবে হল
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:২৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৪, ১২:৪০ PM
-11730.jpg)
অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে ভিসির বাসভবনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা সূত্রে জানা যায়, ক্যাম্পাসে কয়েকদিন ধরে কোটাবিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে চলা সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে রুপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। অদ্ভুত পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় বন্ধের এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিদ্ধান্ত অনুযায়ী, আজ সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।